এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

পাইপলাইন থেকে তরল চুরির ঘটনায় সিলেটে একজন গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জানুয়ারি, সোমবার, ২০২৫ ১৩:৫৩:৪৫
পাইপলাইন থেকে তরল চুরির ঘটনায় সিলেটে একজন গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: পাইপলাইন থেকে জ্বালানি তেলের অপরিশোধিত তরল পদার্থ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খালেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রোল) অপরিশোধিত পদার্থ (কনডেনসেট) উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি করে চোর চক্র। গত বছরের ১৬ ডিসেম্বর ভাদেশ্বর এলাকায় পাইপ কেটে ১২০০ লিটার তরল পদার্থ চুরি হয়।

এ ঘটনায় ১৭ ডিসেম্বর তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সিলেট অঞ্চলের উপপরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদের (শফিক) ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মামলা দায়েরের ২৭ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন