জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ
Daily Jugabheri
প্রকাশিত ১৩ জানুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৩৫:৪৩
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষের মাঝে ৩১দফার এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা জিয়া মঞ্চ’র আহবায়ক মোঃ সাহেদ আহমদ এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে এই ৩১দফা কর্মসূচী ঘোষণা করেন। ৩১দফা কর্মসূচীর আলোকে আগামীতে বিএনপি এদেশের মানুষের গণরায় নিয়ে দেশ পরিচালনা করতে চায়। তারেক রহমানের ৩১দফাগুলো জনগনের মাঝে জিয়া মঞ্চের নেতাকর্মীদের পৌঁছে দিতে হবে। দীর্ঘ ১৭বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশ ২য় বারের মত স্বাধীন হয়েছে। এবার বিএনপির নেতৃত্বে সকল পযার্য়ের নেতৃবৃন্দকে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার, দুলাল আহমদ, তারেক আহমদ সুরুক, শামিম আহমদ বেলাল, মোঃ আমীর আলী, মিসিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল আহমদ, আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, মোঃ সুজন মিয়া, আশিকুর রহমান আশিক, আব্দুর রউফ, আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক রেদোয়ান শিকদার, সদস্য সচিব মোঃ মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মতি, যুগ্ম আহবায়ক রাহেল আহমদ, আবুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক নজমুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক হিরন মিয়া, রফিক মিয়া, শাহপরান থানার আহবায়ক কাউসার তাপাদার, জিয়া মঞ্চ নেতা আবদুল আহাদ, আকতার হোসেন প্রমুখ।