এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের

Daily Jugabheri
প্রকাশিত ১২ জানুয়ারি, রবিবার, ২০২৫ ১৮:৩৭:৫০
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের

যুগভেরী ডেস্ক ::: একদিনের বিরতির পর সিলেটে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। একাদশতম আসরের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দিনের প্রথম খেলায় আগে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে দুই উইকেট হারিয়ে বসে সিলেট। তবে এক প্রান্ত আগলে রেখে রানার চাকা সচল রাখে রনি তালুকদার। শেষ দিকে জাকির হোসেনের ৪৬ বলে ৭৬ রানের ঝড়ে ১৮২ রানের লড়াকু সংগ্রহ পায় সিলেট। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে খুলনা। তাতে ৮ রানের জয় পায় স্বাগতিক সিলেট।

আগে ব্যাট কর‍তে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ১৫ রানের মাঝে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। তৃতীয় উইকেটে ব্যাট হাতা নামা জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন রনি।

 

৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা রনি ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ক্যামিও উপহার দিয়ে যান অ্যারন জোন্স। জিয়াউর রহমানের বলে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটরক্ষক মাহিদুল অঙ্কন। জিয়া তার পরের বলেই জাকের আলীকে শূন্য রানে ফেরান। দুর্ভাগ্যজনকভাবে বল ব্যাটে লেগে গড়িয়ে গিয়ে স্টাম্পে আঘাত হানে।

তবে জাকির হাসান ঝড় তুলে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে সিলেট ৫ উইকেটে হারিয়ে তোলে ১৮২ রান। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানে। এবারের আসরের ৫ ম্যাচে জাকিরের ব্যাট থেকে এসেছে ২২৬ রান, যা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তুলে এনেছে। পাঁচ ইনিংসে তিনটি ফিফটি হাঁকিয়েছেন এই ব্যাটার।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন