এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রুতির পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

Daily Jugabheri
প্রকাশিত ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২৩:৩৮:৩৫
শ্রুতির পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

যুগভেরী ডেস্ক ::: বাঙালির ঐতিহ্য আবহমান গ্রাম বাংলার পিঠার একাল সেকালের নান্দনিকতাকে স্মরণে সিলেটের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের।সকালে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে।সিলেট সুবিদবাজার ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সকাল ১১.৩০ মিনিটে বিমল করের নির্দেশনায় প্রিয়াশ্রী কর পিউ’র গ্রন্থনায় ও সঞ্চালনে কবি জসীম উদ্দিন এর কবিতা “আমার বাড়ি যাইও ভোমর”কবি উৎপল কুমার ধারা’র ” ঝরে পাকা আম” ও কবি শ্রীমন্ত’র “শীত এসেছে চুপিসারে” কবিতায় আবৃত্তি পরিবেশন করে নেনো, পূজা, অর্পা, ঐশিকা, অর্নব, স্বপ্ন, তাইবা, সিনথিয়া, ত্রিদিব, রাফিজা ও মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে সকল শিল্পীদের ও সংগঠনকে পারফরম্যান্সের পর শ্রুতির পক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে শিল্পীদের পিঠা খাওয়ানু হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন