এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে শীত উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:২৬:৩৪
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে শীত উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে শীত উপহার বিতরণ স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের আয়োজনে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ৯ জানুয়ারি স্বপ্নের বিদ্যানিকেতন ও রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা তারেক আহমেদ এর সভাপতিত্বে, সহ সভাপতি আওলাদ হোসেন এর সঞ্চালনায় শিশুদের মাঝে শীত উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও চেয়ারপার্সন, গোল্ডেন ড্রীম ইউকে মোছাৎ.কামরুন্নেছা খানম শোভা মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা শেলু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোমাইয়া বেগম, সহ-মহিলা সম্পাদক তামান্না ও সদস্য মুক্তি প্রমূখ।
উল্লেখ্য উক্ত মানবিক উপহার গুলো প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোছাৎ.কামরুন্নেছা খানম শোভা মতিন। শীত উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে থাকলেও দেশের মানুষের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে। তারা সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন। বক্তারা আরো বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের মানুষকে ভাল রাখতে,আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন