এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি

নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু

Daily Jugabheri
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৮:৫৯:২০
নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর শেখঘাটে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রশিদ অটোমেটিক রাইস মিল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রবীণ মুরব্বী আমিনুর রশিদের সভাপতিত্বে ও মিলের মালিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুম মুনিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আশরাফ গাজী, গবিন্দ্র চন্দ্র দেব, বাচ্চু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানব জীবনে কাজের কোনো বিকল্প নেই। জীবনে বড় হওয়ার জন্য জীবিকা উপার্জন অত্যাবশ্যক। আর উপার্জনের জন্য মানুষকে বহুমুখী কাজ করতে হয়। সময় অনুযায়ী যথাযথভাবে নিজ হাতে কাজ সম্পন্ন করার মাঝেই মানুষের সফলতা নিহিত। কাজের বিষয়ে মানুষকে উৎসাহিত করতে হবে। ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহে সবাইক উৎসাহ প্রদান করা অতিব জরুরি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন