যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে শীতের প্রকোপ। প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্টের সীমা নেই। সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা জামায়াতে ইসলামী বরাবরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করুন।
তিনি বুধবার বিকেলে নগরীর লালাদিঘীর পার এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল আলিম, ২নং ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও মাহমুদ আলম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন