যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় প্রিপেইড মিটার না লাগানোর জন্য বিদ্যুৎ বিভাগকে স্মারকলিপি প্রদান করেছে প্রিপেইড মিটার বাতিল আন্দোলন কমিটি। কমিটি নেতৃবৃন্দ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ সিলেট-৩ এর বরইকান্দি কার্যালয়ে সহকারি প্রকৌশলী মোকাম্মেল তরফদারের কাছে এ স্মারকলিপি জমা দেন। এসময় প্রকৌশলী মোকাম্মেল সবাইকে আশ্বস্ত করে প্রিপেইড মিটার না লাগানোর কথা জানান। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রিপেইড মিটার বাতিল আন্দোলন কমিটির আহবায় আব্দুস ছত্তার মামুন, মহাজী তুরন মিয়া, ২৬ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মো. ইকতার খান, মো. মনসুর হোসেন খান, লুৎফুর আহমেদ, মো. সোলেমান মেম্বার, মোর্শেদ আহমদ মুকুল প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘আমাদেরকে না জানিয়ে সম্প্রতি বিদ্যুৎ বিলের কপির উপর সীল দিয়ে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই প্রি-পেইড মিটার স্থাপনের জন্য আপনাদের এই আল্টিমেটাম অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি আপনারা প্রত্যাহার না করে প্রিপেইড মিটার স্থাপনের জন্য আসেন তা হলে আমরা প্রতিরোধ করতে সচেষ্ট থাকব। যার দায়ভার আপনাদের উপর বর্তাবে। এমতাবস্থায় প্রিপেইড মিটার স্থাপনের জন্য আল্টিমেটাম প্রত্যাহার করতে এবং ত্রুটি গুলি নির্ণয় পূর্বক নতুন প্রিপেইড মিটার স্থাপন না করে গ্রাহকদের মতামতে পূর্বের মিটার বহাল রাখার জন্য আবেদন রইল।’ এর আগে কয়েক দফা বিদ্যুৎ বিতরণ, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার বরাবর প্রিপেইড মিটারের ভোগান্তির কথা জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা