যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল গত সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়েছে। মাহফিলের ১ম দিনে সভাপতিত্ব করেন মাওলানা রেজাউল করিম জালালী ও মাছিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের পক্ষে মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ দিলওয়ার হোসেন, মকবুল হোসেন, আরিফ হোসেন, আলতাফ হোসেন, শরীফ হোসেন, মো. ওয়াকিল, মো. মুক্তাদির, এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন শিবলু প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, মানবজাতিকে সঠিক পথ দেখাতে আল্লাহ তায়ালা প্রত্যেক যুগে প্রতিটি জাতির কাছে নবী-রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা. আমাদেরকে ব্যক্তিজীবনসহ সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহ অনুসরনের নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু কুরআন সুন্নাহর থেকে দূরে সরে যাবার কারনে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে এবং মুসলমানমানদের হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে আমাদেরকে কুরআন-সুন্নাহর চর্চা করতে হবে।
মাহফিলের ১ম দিনে মাছিমপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাশহুদুর রহমান শরফী’র উপস্থাপনায় বয়ান পেশ করেন শায়খুল হাদিস আজিজুল হক (রহ.) সাহেবজাদা হযরত মাওলানা মাহবুবুল হক, হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনছারী ঢাকা, মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজহারী কিশোরগঞ্জ, মাছিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়েখ নাজমুদ্দীন ক্বাসিমী, আল-উবায়েদ একাডেমি লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুফতি সালাতুর রহমান মাহবুব, গোটাটিকর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান উসমানী।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন