যুগভেরী ডেস্ক ::: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করবো। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর নগর ভবনে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে ঢাকা বিভাগে শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই-আগস্টে শহীদ পরিবারগুলোর মামলা পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় থেকে একটি সেল গঠন করে দেওয়া হবে।
আসিফ নজরুল বলেন, ‘সাধারণ আদালতে মামলা নিয়ে অনেক অসঙ্গতি হচ্ছে। মামলা নিয়ে ব্যবসা করছে। কোনো কোনো স্বার্থান্বেষি মহল ভুল মামলা দিচ্ছে। প্রকৃত অভিযুক্তের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলা হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কীভাবে সমাধান করবো?’
তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে, সেলকে বলে দিব শহীদ পরিবারগুলোর যে মামলা আছে, তাদের আইনি সহায়তার জন্য আমরা একটা সেল করে দিব।’
তিনি আরও বলেন,‘অনেকেই বলেন, আমাদের (ভূক্তভোগী) মামলা করার কথা কিন্তু টাকা কামানোর জন্য অন্য কেউ মামলা করে দিচ্ছে। মামলা বাণিজ্য করার জন্য। মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার অপরাধ, হত্যার অপরাধে বিচারের দাবি, বিচারের প্রত্যাশা এটা নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করবো এবং অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন