যুগভেরী ডেস্ক ::: সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণের লক্ষ্যে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বৈশাখী কমিউনিটি সেন্টারের হলরুমে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি শাহ কামাল নুরুল হুদা। এসময় তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মীরা সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। যখনই নির্বাচন আসতো বিএনপির নেতাকর্মীরা ঘর ছেড়ে বনজঙ্গলে থাকতে হতো। বেগম খালেদা জিয়ার আপোষহীনতায় ছিল জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেকটি নেতাকর্মীর হাতিয়ার। তাঁর এই আপোষহীনতার মনোবলের কারণে বিগত দিন বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দেশের বাহিরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান দলকে সুসংগঠিত করতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর সাথে সর্বদায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বলেন, বিগত ১৭ বছরের বিএনপির আন্দোলনের ফল হচ্ছে ৫ই আগষ্ট।
প্রধান বক্তা জেলা বিএনপির সহ-সভাপতি এ. কে. এম তারেক কালাম, বিশেষ অতিথি সহ-সভাপতি আলহাজ্ব শহীদ আহম, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াছ আলী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন, সদর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী মানিক মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন আহমদ মিন্টু, লায়েক মিয়া, মঈনুল ইসলাম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, সিরাজুল ইসলাম, আব্দুল সালাম লয়লু, জুনেদ আহমদ মহব্বত আলী, কছির উদ্দিন, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম, রইছ আলী, মঈনুদ্দিন, রাজু আহমদ, পারভেজ আহমদ, সাইদুল ইসলাম সাজু, সাইদুর রহমান মুন্না, সাহেদ আহমদ, সুরমান আলী, মন্তাজ আলী, হারুন মিয়া, কাওছার আহমদ, শামীম, আলাল, নান্টু সরকার, সালা উদ্দিন, জসিম উদ্দিন, আতিকুর রহমান, আব্দুর রহিম রিজভী, করিম উদ্দিন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা