এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি হলেন সিলেটের আলীমুল এহছান

Daily Jugabheri
প্রকাশিত ২৫ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৬:৫৯:১৮
বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি হলেন সিলেটের আলীমুল এহছান

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাংলাদেশ (অগগঅই)’ এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভার্চুয়ালীভাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ ও অন্যান্য সাংগঠনিক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ সালের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

কমিটির সভাপতি হিসাবে আবারো দায়িত্ব পেয়েছেন সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।

কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে জনতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ ওলী উল্লাহকে পুণরায় দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে জিএসএম ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সাইফুল আলম ও এগ্রো মেশিনারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শেখসাদীকে কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করা হয়।

বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পুনরায় দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলীমুল এহছান চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন