এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হযরত তৈয়ব ছয়লানী (রহঃ) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২৮ ডিসেম্বর

Daily Jugabheri
প্রকাশিত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৫:৪০:১৫
হযরত তৈয়ব ছয়লানী (রহঃ) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২৮ ডিসেম্বর

যুগভেরী ডেস্ক ::: হযরত শাহ জালাল (রহঃ) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম মহান আউলিয়া হযরত তৈয়ব ছয়লানী (রহঃ) এর আগামী ২৮ ডিসেম্বর শনিবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার শাহী ঈদগাহে বার্ষিক উরুস মোবারক উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষে এবং অনুষ্ঠানে এলাকাবাসীসহ সকল বক্তবৃন্দের আগমনের আহবান জানিয়ে গতকাল এক সাধারণ সভা অনুষ্ঠিত।

সাধারণ সভায় হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) ওয়াকফ এস্টেট’র মোতাওয়াল্লী ও সম্পাদক অবসরপ্রাপ্ত সুবেদার শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদেম পরিবারের অন্যতম সদস্য সাবেক মোতাওয়াল্লী মরহুম আয়ূব শাহ’র পুত্র অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার শাহ মুহিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শাহ আতিকুর রহমান, শাহ পংকি, ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, শাহ আবুল, শাহ রফিক, শাহ শাহাব উদ্দিন, শাহ সিরাজ উদ্দিন, শাহ খলিলুর রহমান, শাহ মনফর, শাহ আলমগীর, শাহ সদাগর, শাহ হুমায়ুন, সাবেক মোতাওয়াল্লী মরহুম এডভোকেট শাহ ছৈদুর রহমানের পুত্র শাহ নজমুল, শাহ সুজন, শাহ আহমদ, শাহ লুকমান, শাহ রহমান, শাহ ফুরুক, শাহ সুলতান বাদল, শাহ নজরুল, শাহ আজমল, শাহ রহিম, শাহ কবির, শাহ বদরুল আলম, সুমন শাহ, শাহ শিপলু, শাহ আব্দুল গফফার, শাহ জুনেদ, শাহ জুবেল, শাহ রুবেল, শাহ মুন্না, শাহ জালাল, শাহ ইউনুছ, শাহ কামরুল, শাহ রাহাদ, শাহ ফাহাদ, শাহ আহাদ, শাহ নয়ন, শাহ শাকিল, শাহ সায়েম, শাহ ইয়াছির, শাহ জিহান, শাহ হাসান।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন