যুগভেরী ডেস্ক ::: দেশব্যাপী জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অংশ হিসেবে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে সভা ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ডিসেম্বর) সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামের হল রুমে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশব্যাপী জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফলতার সহিত অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় সিলেটে আগামী ২৭ ডিসেম্বর সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীও সিলেটের সকল ক্রীড়ামোদী দর্শকদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করতে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির মিডিয়া উপ-কমিটির আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, আব্দুল্লাহ সফি সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্র্াট হোসেন, এডভোকেট আব্দুল মুকিত অপি, টুর্নামেন্ট প্রস্তুতি মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, আব্দুস সবুর রাসেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, আব্দুস সালাম টিপু, আলী মোহাম্মদ নুরুল হুদা, আয়াত আলী খান প্রিন্স, মাহমুদুল হাসান রাশেদ, বাহার হোসেন শিশির।
স্টেডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভেনু ম্যানেজার জয়দ্বীপ দাস, জাতীয় মহিলা দলের কোচ মাহমুদ ইমন ও আম্পেয়ার আশরাফ আরমান।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা