filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: 8;
cct_value: 5642;
AI_Scene: (-1, -1);
aec_lux: 100.0;
aec_lux_index: 0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: null;
temperature: 43;
গোয়াইনঘাট প্রতিনিধি :: “ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
শনিবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুরই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমানসহ স্থানীয় জন প্রতিনিধি, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা।
জমজমাট এ ফাইনাল ম্যাচে নরসিংদী রেড ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীণ সিলেট ফুটবল একাডেমি ফুটবল দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানী তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজিত টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারা অংশগ্রহণ করেন।খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা ও ফটোফেস্ট ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন