এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মহান বিজয় দিবসে সিটি মডেল স্কুলে বিজয় র‌্যালী

Daily Jugabheri
প্রকাশিত ১৮ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৮:২০:১৫
মহান বিজয় দিবসে সিটি মডেল স্কুলে বিজয় র‌্যালী

যুগভেরী ডেস্ক ::: মহান বিজয় দিবস উপলক্ষে সিটি মডেল স্কুল আজ একটি মনোজ্ঞ বিজয় র‌্যালী আয়োজন করে। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে র‌্যালতে অংশগ্রহণ করেন।

সকাল ৯ঘটিকায় স্কুল ক্যাম্পাস থেকে র‌্যালীটি শুরু হয়। স্কুলের জাতীয় পতাকা উত্তোলন শেষে, ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করতে করতে নগরীর ৮নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশ নেন, যারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেই সাথে সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন, সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: শাহাদাত হোসেন, মুক্তাক্ষর আবৃত্তি সংগঠনের পরিচালক বিমল কর, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সভাপতি মো: আনোয়ার হোসেন সহ আরো অনেকেই উক্ত র্যা লীতে অংশ নেন।

র‌্যালীতে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের সাথে সিটি মডেল স্কুল কালচারাল একাডেমি, সিটি ফাউন্ডেশন স্কাউট একাডেমি, সিটি মডেল স্কুল মার্শাল আর্ট একাডেমির শিক্ষার্থীরা ও পরিচালকরা অংশগ্রহণ করেন।

র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পার হয়ে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। এখানে পৌঁছানোর পর এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মার্শাল আর্ট প্রদর্শণী হয়।

সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারে সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সংগ্রামীদের স্মরণে আজকের এই র্যালী আমাদের মাঝে জাতির ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করবে। আমাদের প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের তাৎপর্য বুঝতে পারে এবং দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করতে পারে, সে জন্যই আমরা এই র্যালী আয়োজন করেছি।”

বিজয় দিবসের এই র্যালীটির মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রতি আরও বেশি সম্মান প্রদর্শন করবে বলে আয়োজক কমিটির অন্যতম সদস্য ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ এই আশা প্রকাশ করেছেন।

পরিশেষে, সিটি মডেল স্কুলের বিজয় দিবসের এই র‌্যালী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার অনুভূতি জাগিয়ে তোলে, যা দেশের আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান শিক্ষা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন