যুগভেরী ডেস্ক ::: সিলেটে পুলিশ দেখে অবৈধ ভারতীয় চিনি বহনকারী গাড়ি ফেলে পালাল চালক। পরে এই গাড়ি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গত শনিবার পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শাহপরান (রহঃ) থানা পুলিশ মাজার গেটে অবস্থান নেয়। এসময় তামাবিল রোডে একটি পিকআপ আসলে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ধাওয়া দিয়ে মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস এর মেইন গেইটের পাশে পিকআপটিকে আটক করে।
এসময় চালক ও সাথে থাকা এক ব্যক্তি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপে থাকা ৩২ বস্তা থেকে ১ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা মূল্যের ১৫৬৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এরআগে গত ৮ ডিসেম্বর শাপরান থানা পুলিশ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ৪৩১ বস্তায় থাকা চিনির আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা