যুগভেরী ডেস্ক ::: গৌরবময় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি মদন মোহন কলেজে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ঐদিন একইসঙ্গে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় কলেজের নিজস্ব খেলার মাঠ, যা প্রতিষ্ঠার ৮৪ বছর পর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রাপ্তি।
মাঠ উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার দেখা যায়। দিনের কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীর অহংকার ও গৌরবের প্রতীক। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতার এই অর্জন আমাদের নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরো বলেন, আজ কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধনও আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। এটি শুধু একটি মাঠ নয়, বরং এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করবে। আমি আশা করি, এই মাঠে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কলেজের সুনাম বৃদ্ধি করবে। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয় দিবস উদযাপন ও নতুন খেলার মাঠ উদ্বোধনের মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে আয়োজকরা জানান।
অধ্যাপক ফরিদ আহমদ এবং প্রভাষক উজ্জল দাসের যৌথ সঞ্চালনা বক্তব্য রাখেন, শিক্ষক পরিচালনা পর্ষদের সেক্রেটারী মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অমিতা রানী ভদ্র, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসেন, শরীর চর্চা শিক্ষক যীশুতোষ দাস প্রমুখ। বিভিন্ন ইভেন্ট সমূহের খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক যীশুতোষ দাস। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা