যুগভেরী ডেস্ক ::: বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন করলো সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কমসূচির সূচনা করা হয়।
সকাল ৭টায় ক্লাবের পক্ষ থেকে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সদস্য, সদস্যা ও সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৩টায় বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (আপ্যায়ন) কামাল হাসান সহ ক্লাবের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা