যুগভেরী ডেস্ক ::: বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের এক জরুরী সভা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেট নগরীর মিরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ড. এনামুল হক সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এ এস এম আনোয়ারুল ইসলাম, লিয়াকত শাহ ফরিদী, এডভোকেট মো. জুয়েল আহমদ, প্রফেসর ছুরাব আলী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, এম এ মতিন, মো. ওলিউর রহমান চৌধুরী, সুফী মো. জাহেদুর রহমান চৌধুরী, নাজমুল আনছারী, মো. আব্দুল আহাদ সিদ্দিকী প্রমুখ।
সভায় আগামী ২৮ ডিসেম্বর শনিবার ওসমানী নগর উপজেলার বেগমপুর শরৎ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন সিলেটের বিশিষ্ট চিকিৎসকগণ। এ ক্যাম্পে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে। আগ্রীদের যথাসময়ে উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণের অনুরোধ করা হয়।
সভায় কমিটির সহ সভাপতি মো. আব্দুল জলিলের আশুরোগ মুক্তি কামনা করা হয়। আগামী মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যালেস রেস্টুরেন্টে কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন