এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৯ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ২১:৪৮:০৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলায় বিএনপির আয়োজনে উপজেলার পরিষদ চত্তরে কর্মী সভা অনুষ্টিত হয়। সভায় সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডঃ নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক,সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ নজির হোসেনের স্ত্রী সালমা নজির, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দী প্রমুখ।

কর্মী সভায় নেতা কর্মীগন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীগন যোগ্য,পরিচ্ছন্ন ও জনপ্রিয় বিএনপির নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহবান জানান।

নেতৃবৃন্দরা বলেছেন দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের দমন পীড়ন অত্যাচার আর নির্যাতন এবং জেল জুলুমের কারণে নেতাকর্মীরা ছিল বিপর্যস্থ ও হয়রানির শিকার। দীর্ঘ ১৬ বছর পর সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে এই সব কমিটিগুলোতে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদেরকে কমিটিতে স্থান দেয়া হবে। যারা র্দূদিনে বিএনপির জন্য পাশে থেকে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিদের্শে রাজপথে থেকে বিগত স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে দলে রয়েছেন তাদেরকে দল অবশ্যেই মূল্যায়ন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভার পূর্ব উপজেলার ৭ টি ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা মিছিল নিয়ে সভায় স্থলে আসে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন