অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখল লাল-সবুজের দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেন আজিজুল হাকিম বিগ্রেড।
রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। পুঁজিটা ছোট হলেও প্রবল আত্মবিশ্বাস আর দুই পেসার ইকবাল হোসেন ও আল ফাহাদের পেস তাণ্ডবে সমতল পথে হোঁচট খায় ভারত। লক্ষ্য তাড়ায় ভারত ১৩৯ রানে থামে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা