যুগভেরী ডেস্ক ::: ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে খেলবে তারা। প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে দুই দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।
তিনি আরও বলেন, আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে। দেখে নিন একনজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ দল – দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা, শোভনা মোস্তারি, তাজ নেহার, রিতু মনি, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদস।
আয়ারল্যান্ড দল – গ্যাবি লুইস, অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, উনা রেমন্ড-হোই, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন