এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানব সেবা সংঘের মানববন্ধন অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২০:৫৪:৩০
ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানব সেবা সংঘের মানববন্ধন অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশের নাগরিক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক সংগঠন মানব সেবা সংঘের উদ্যোগে নগরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষ্ণ ঘোষ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ যোগাযোগ বিষয়ক উজ্জল রঞ্জন চন্দ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোঁষ, হিন্দু বৌদ্ধ কর্যাণ ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বস জয়, মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্ঝর রায়, বাপ্পি বড়ুয়া, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যুব ফ্রন্টের মহানগর শাখার সাধারন সম্পাদক মুন্না ঘোষ। অন্যান্য নেতৃবৃন্দের হিরন্ময দেব, অঞ্জন দাস, রনি সিংহ, রাজিব পাল, জয চক্রবর্তী, জনি ঘোষ, জনি রায প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালগু, সংখ্যাগুরু কোনো হিসেব নয়। এই দেশে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমরা ৭১ ও জুলাই আগষ্টের মত আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি৷ বাংলাদেশে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এ অবস্থায় বাংলাদেশ থেকে ১৬ বছরের অপশাসনের থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো ও ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশদ্রোহী আওয়ামীলীগ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন