যুগভেরী ডেস্ক ::: বিদেশে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পিএলসির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট এজেন্সী নাইট’। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার খরচ, টিউশন ফি পরিশোধ এবং অন্যান্য আর্থিক কার্যক্রম সহজতর করার জন্য ব্যাংকিং পরিষেবাগুলোর উপর আলোকপাত করা হয় স্টুডেন্ট এজেন্সী নাইট অনুষ্ঠানে ।
মঙ্গলবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের সিলেট ও নারায়নগঞ্জ আঞ্চলিক প্রধান আবু রাসেল মোঃ মাসুম, ব্যাংকাসুরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল হাসান, সিলেট ফেকড-কেব এর প্রেসিডেন্ট মোঃ ফেরদৌস আলম, সিনিয়র ভাইস পেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ আতিকুর রেজা, জেনারেল সেক্রেটারি মোঃ আবু তৈয়ব দিপুসহ বিভিন্ন এডুকেশন এজেন্সী থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইবিএল স্টুডেন্ট এজেন্সী নাইট অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগের জন্য শিক্ষাথীদের দিকনির্দেশনা প্রদানকারী শীর্ষস্থানীয় এজেন্সীগুলো একত্রিত হয়। ইবিএলের স্টুডেন্ট ফাইল সার্ভিস, বিদেশে উচ্চশিক্ষা গ্রহনের জন্য বর্তমানে ইবিএল ৮৫টি শাখার মাধ্যমে সেবা প্রদান করছে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক দিকনির্দেশনা প্রদান, পাশাপাশি ইবিএল এর বিভিন্ন পরিষেবার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিদেশে উচ্চশিক্ষা অর্জন ও বাস্তবায়নে শিক্ষার্থীদের ব্যাংকিং পরিসেবা নিশ্চিতে একশটি এডুকেশন এজেন্সীর প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন কওে ইবিএল। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন আগামীতেও এমন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সচেতনতায় ভূমিকা রাখবে ইবিএল।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন