ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, মরহুম খায়রুল হক ছোটন ছিলেন বিএনপির একজন স্বাচ্ছা ইমানদার কর্মী ও এলাকার একজন সালিশী ব্যক্তি। তিনি সকল ভয়ভীতি লোভলালসা উর্ধ্বে উঠে আমৃত্যু দলের প্রতি আনুগত্যশীল ছিলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনি মিথ্যা মামলায় কারানির্যাতিত হন। তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা