এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: খন্দকার মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত ০১ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৯:৫৩:৫৬
অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: খন্দকার মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধ পরিকর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশ নিয়ে তারা নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বলে সনাতনী সম্প্রদায় তাদের ভালো বন্ধু। আপনারা যদি দেখেন যত মন্দির, সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘঠেছে সব ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরা। আগামীতে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, সংখ্যালঘু কথাটা আওয়ামী লীগ বলে। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা বাংলাদেশি এটাই আপনাদের বড় পরিচয়। এদেশে আমাদের যেমন অধিকার, ঠিক একই অধিকার আপনাদেরও রয়েছে। বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। গত ১৭ বছর ধরে দেশে যে গুম, খুন, হামলা, মামলা, চাঁদাবাজি, লুটপাট চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে দেশে রাজত্ব কায়েম করেছিলো, তা এদেশের ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে সেই হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা তার দলের লাখ লাখ নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়ে শুধু নিজে বেঁচে গেছে, কর্মীদের কথা একবারও ভাবেননি।

তিনি রবিবার (৩০ ডিসেম্বর) অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরে সনাতনী সম্প্রদায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরে সভাপতি বীরেশ মল্লিক সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ঝলক আচার্য্যর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, এসএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, মদন মোহন কর্মকার, ময়ল কান্তি দাস, চিন্ময় কান্তি দাস, বিশ্বনাথ পাল, এডভোকেট প্রহল্লাদ, টুটুল দাস, সবুজ তালকুদার, প্রকৃতি মল্লিক, জলি পুরকায়স্থ, সত্যেন্দ্র চন্দ্র মল্লিক, নয়ন কুমার বিশ্বাস, সুবাস চক্রবর্তী, দুলাল দে, সুবীর ব্যানার্জি, রানা মল্লিক, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক, ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য নুরুল ইসলাম লিমন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মাছুম রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের সহ-সভাপতি সুহেল মাহমুদ, মুমিনুর রহমান তানিম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, রাজিব দে রাজু, আদনান আহমদ, রবিন আচার্য্য প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন