এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীর মজুমদারী মসজিদে কুশল বিনিময় কালে খন্দকার মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত ২৯ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১৮:২৫:১০
সিলেট নগরীর মজুমদারী মসজিদে কুশল বিনিময় কালে খন্দকার মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিসকে চাই না মানুষ। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা মানুষের কাছে পৌছে দিতে হবে। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা। তিনি দেশের সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সোহেল, দুর্যোগ ত্রান সহ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, স্থানীয় সরকার সহ সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন