যুগভেরী ডেস্ক ::: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেটের সবচেয়ে বড় পরিবহন শ্রমিকদের সংগঠনের নির্বাচন। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট ট্রাক টার্মিনালে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর গণনা শেষে রোববার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার রনজিত দত্তের পক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মতিন চৌধুরী।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার নির্বাচনে ১৫টি পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করন। ৯৫৭০ জন ভোটারের মধ্যে ৬৯৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শন করেন। উল্লেখ্য- এর আগে বিভিন্ন কারণে এ নির্বাচন ২ বার স্থগিত হয়েছিল।
নির্বাচনে সভাপতি পদে ৩২১৩ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন হাজী ময়নুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম আহমদ ফলিক পেয়েছেন ২২৬০ ভোট। কার্যকরি সভাপতি পদে সাহেব আলী ও সহ-সভাপতি পদে মোঃ মানিক মিয়া নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৪৬১১ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মুহিম. তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সামছুল হক মানিক পান ২১১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর রাজন ৪৬০৯ ভোট পেয়ে ফের নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইয়ুবুর রহমান পান ২১৮২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুব মিয়া ফের নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাছনাত, প্রচার সম্পাদক পদে মোঃ হারিছ আলী ও কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুস শহীদ নির্বাচিত হন। এছাড়া কার্যকরি সদস্য পদে ১। শেখ আজিজ, ২। আহসান ইব্রাহিম, ৩। আতিক মিয়া, ৪। সাইফুল ইসলাম, ৫। মোহাম্মদ শাহাব উদ্দিন ও ৬। শেখ ফরিদ নির্বাচিত হন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা