এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ২৫ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৪:৪২:৫৭
আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময়

যুগভেরী ডেস্ক :::সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেছেন, জীবনে প্রতিষ্ঠা পেতে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। কঠোর অধ্যবসায় আর নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর সম্পদ। এদের সঠিক পৃষ্ঠপোষকতা করে দেশের দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। দক্ষ জনশক্তিই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের সহযাত্রী। তিনি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ তাদের মেধা বিকাশে অগ্রনী ভূমিকা পালনের জন্য শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।
তিনি রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র এডুকেশন অফিসার হাবিবুর রহমান মাহবুব, বিএম তিপ্তী মজুমদার, শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান, আব্দুল্লাহ আল হেলাল।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সালেহ ইবনে শিহাব রুমেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন আশা সিলেট সদর উপজেলা ম্যানেজার মোঃ আলাউদ্দিন আলী।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন