এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

Daily Jugabheri
প্রকাশিত ২৪ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৫:০৬:০৭
সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়৷। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

 

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন