এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Daily Jugabheri
প্রকাশিত ২৪ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৪:৫৬:২০
চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যুগভেরী ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অনার, পাস্ট প্রেসিডেন্ট অনার, নিউ মেম্বার ইন্ডাকশন, ফ্যামেলী নাইট ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠান ২৩ নভেম্বর (শনিবার) স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি যথাক্রমে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, সম্মানিত অতিথি প্রাক্তন গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি ফোরামের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লায়ন এম. মালেক এমজেএফ, লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, কর্ণফুলী এলিট এর প্রধান উপদেষ্টা লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন রোকেয়া হাসান। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। লায়ন জাহেদ হোসেন ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন লায়ন মো. মুছা এমজেএফ, আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন আনহার বিনতে ইউনুছ। স্বাগত ভাষন প্রদান করেন লায়ন একেএম. শওকত হাসান খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন এম. এন ছাফা পিএমজেএফ, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। এছাড়া ডিজি টিম, গেট টিম, জিএমটি টিম, বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে খুশি বিতরণ, লায়ন্স চক্ষু হাসপাতালে হুইলচেয়ার প্রদান, ক্যানসারে আক্রান্ত মৃতব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নতুন লায়ন সদস্যদের শপথ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন