এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’-গ্রেপ্তার শাহজাহান ওমর-

Daily Jugabheri
প্রকাশিত ২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৪:৩৬:৫৬
‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’-গ্রেপ্তার শাহজাহান ওমর-

যুগভেরী ডেস্ক ::: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। পরে কাঠালিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

তবে মামলার বিষয়ে কিছু জানতেন না বলেই দাবি করেছেন শাহজাহান ওমর। তিনি বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।

জানা গেছে, এদিন সকালে শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। ’

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে শুনানি করা হবে বলে আদালত জানান।

প্রত্যক্ষর্শীরা জানান, শাহজাহান ওমরকে আদালতে নেওয়ার পথে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িবহর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বুধবার রাতে তার বাড়িতে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজাপুরের বাড়িতে ফেরার পথে পেংরি নামক স্থানে তার গাড়িতে হামলা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন