রেজওয়ান আহমদ : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে মার্কেটের ভিতর ও বাহির। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছেন। অন্যদিকে মার্কেটে আসা ক্রেতাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
৩০ নভেম্বর নির্বাচনে ১৮৪ জন ভোটার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এডভোকেট এম এ হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জিবেশ আচার্য্য জীবন, স্মিতা দে, হাবিবুর রহমান।
এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৩জন, তারা হলেন- অলিউর রহমান (চেয়ার), মো. হোসাইন আল মাহবুব (আনারস), শোয়াইব আহমদ অভি (ফুটবল)। সহ সভাপতি পদে ৬জন প্রার্থীদের মধ্যে রয়েছেন- আনোয়ার হোসেন (উড়োজাহাজ), আফছার শহীদ চৌধুরী সায়েম (বাইসাইকেল), ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন (ছাতা), মো. রেদোয়ান চৌধুরী (মই), মো. সাজিদুল ইসলাম সাজু (ক্যামেরা), সাহেদ আহমদ (ঘুরি)। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীদের মধ্যে রয়েছেন- জুনেদ আহমদ চৌধুরী সানি (কাপ-পিরিচ), বিপ্লব কুমার এষ (ঘড়ি)। সহ-সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীদের মধ্যে রয়েছেন- কাওছার আহমেদ সুজন (আপেল), বাবলু চন্দ্র দাস (টেলিফোন)।
এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে মো. সাজু আহমদ, সহ-কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম টুটুল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো. দুলাল আহমদ, কার্যকরি সদস্য ইঞ্জিনিয়ার মামুন হোসাইন ও প্রভাত পাল নির্বাচিত হয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা