এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রবাসী শেখ মো. আব্দুল করিমের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২০ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৮:০৮:২২
প্রবাসী শেখ মো. আব্দুল করিমের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ

যুগভেরী ডেস্ক ::: বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মো. আব্দুল করিমের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। গত (১৯ অক্টোবর) বেলা ২ ঘটিকার সময় সিলেটের বালাগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সারসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসময় প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ। সারসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরল কান্তি সেন’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লাী হাফিজ আব্দুর রহমান নোমান, সারসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জুনেদ আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গ্রামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, তেগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও খালিক মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী খুজগীপুরের কৃতি সন্তান শেখ মো. আব্দুল করিম দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পড়ালেখার প্রতি আগ্রহী করতে তার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস ও শিক্ষাসামগ্রীসহ নানান উপকরণ বিতরণ করা হচ্ছে। কিছুদিন পূর্বে শখ আব্দুল করিম প্রধান শিক্ষকের জন্য টেবিল ও চেয়ার প্রদান করেছিলেন। প্রবাসে থেকেও মানবসেবায় তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া বেগম ও রুপা রানী ধরসহ এলাকার মুরুব্বীয়ান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন