এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে প্রাইভেটকারে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯-আটক-১

Daily Jugabheri
প্রকাশিত ১৯ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১২:৫৫:১৭
সিলেটে প্রাইভেটকারে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯-আটক-১

যুগভেরী ডেস্ক ::: সিলেটে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গত মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে। আটক নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন