এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে-ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

Daily Jugabheri
প্রকাশিত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২১:০০:৩২
গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে-ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম আলীরগাও ও ডৌবাড়ি ইউনিয়নের সীমান্তে হাকুরবাজারগ্রামী পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। গাড়ি দুটিতে ১২০ বস্তা চিনি রয়েছে। ঘটনাস্থলে আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।

এদিকে মজাদপুর ও যাত্রাবার গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে বর্তমানে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন