এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট সীমান্তে আটক ৪ নারী

Daily Jugabheri
প্রকাশিত ১২ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ২১:২৬:১২
সিলেট সীমান্তে আটক ৪ নারী

যুগভেরী ডেস্ক ::: সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

 

আটকরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন প্রতাপপুর বিওপির ১২৭২/২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় ৪ বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।সিলেটের রেস্তোরাঁ

 

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন