যুগভেরী ডেস্ক ::: সিলেটের সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি। ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারীরা এসব পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। রবিবার সকালে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের সংবাদ জানিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ী ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ট্রলি ২টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা