যুগভেরী ডেস্ক ::: ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুন্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ।
সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সংগঠক সঞ্জয় কান্ত দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সদস্য ডা. হরিধন দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সহ-সভাপতি লালমোহন দেব, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মহানগর কমিটির সদস্য কামাল পাশা, জাতীয় শ্রমিক জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন