এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ক্যান্সার আক্রান্ত হেলাল মিয়া বাঁচতে চায়-সাহায্য কামনা

Daily Jugabheri
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১২:০২:৩১
ক্যান্সার আক্রান্ত হেলাল মিয়া বাঁচতে চায়-সাহায্য কামনা

যুগভেরী ডেস্ক ::: সবার মতই স্ত্রী-সন্তান নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখতেন সিলেট গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কদম তলা গ্রামের আরফান আলীর ছেলে হেলাল মিয়া ( ৪৩ )। কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসায় ধরা পড়ে তিনি গলায় ক্যান্সার। প্রায় ৮ মাস থেকে ক্যান্সারে ভুগছেন তিনি।

এ যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। পরে ডাক্তারদের পরার্মশে ব্যয়বহুল এই চিকিৎসা খরচ মেটাতে গিয়ে তিনি এখন সর্বস্বান্ত। এমন অবস্থায় স্ত্রী ৬জন সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। বর্তমানে অর্থ অভাবে চিকিৎসা খরচ বহন করতে না পেরে মৃত্যুপথযাত্রী হেলাল মিয়া সমাজের সবার কাছে সাহায্য কামনা করেছেন।

তিনি বলেন, আমি সমাজের আর দশটা মানুষের মতো সুস্থভাবে বাঁচতে চাই। চিকিৎসা নিয়ে সুস্থ হতে চাই। এ জন্য আমি দেশের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছি। এখন বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হেলাল মিয়া সুস্থভাবে বাঁচতে চাই। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: 01740 592 146 bkash। বিকাশ নাম্বারে-আপনার সাহায্য পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরুদ রইল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন