এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা বিএনপির পদ ছাড়লেন ব্যারিস্টার আদনান

Daily Jugabheri
প্রকাশিত ০৫ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৩:১৫:২৯
সিলেট জেলা বিএনপির পদ ছাড়লেন ব্যারিস্টার আদনান

 যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন মহানগর বিএনপিতে সদ্য সহসভাপতি হওয়া ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি।

জানা যায়, ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট বিএনপির এই ইউনিট। এর এক বছর পর ২০২৩ সালের মার্চে ঘোষিত হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হয় ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে।

এদিকে, গত বছরের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। এর ২০ মাস পর সোমবার ঘোষণা করা হয় মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে সহসভাপতির পদ পান ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।

পরে সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র দিয়ে জেলা বিএনপি ছাড়েন।

রিয়াসাদ আজিম হক আদনান বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্ঠা প্রয়াত এমএ হকের ছেলে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন