যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের পুরোনো ৭ নম্বর গ্যাসকূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে আরও ৬ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার মধ্যে সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, ইতোমধ্যে কম্প্রেসার ইক্যুইপমেন্ট স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে। ৭ নম্বর কূপ থেকে নতুন করে আরও ৬ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে।এর আগে ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর তেলের পুরোনো ৭নং কূপ সংস্কার করতে গিয়ে দুই স্তরে নতুন গ্যাসের স্তরের সন্ধান মেলে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুই দফায় পরীক্ষা নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, পুরাতন ৭ নম্বর গ্যাসকূপে জুলাই মাস থেকে অনুসন্ধান চলে। গত ১৪ অক্টোবর কূপের ২ হাজার ১০ মিটার গভীরে পরীক্ষা নিরীক্ষা করে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে।
এরপর ২২ অক্টোবর ওই কূপের ১ হাজার ২০০ মিটার গভীরে দৈনিক আরও ৬ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই টেস্ট হিসেবে এক সপ্তাহ গ্যাস উত্তোলন করা হয়। পরবর্তীতে ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়। প্রতিদিন ৬ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলেও জানান কর্মকর্তারা। ১৯৮৬ সালে জৈন্তাপুরের হরিপুর ৭ নম্বর কূপে তেল উত্তোলন শুরু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত তেল উত্তোলন করা হয়। এরপর তেল উত্তোলন বন্ধ হয়ে গেলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা