এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ০৩ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৩:১১:৩১
বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার ভোররাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একজনের নিকট থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বর্ণি ইউনিয়নের বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং মিহারী গ্রামের অমূল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস ও পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণি ইউনিয়নের বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসাসি সমিরন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার সন্ধ্যায় বলেন, যৌথবাহিনীর পৃথক অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন। এরমধ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন