গোয়াইনঘাট সংবাদদাতা :: দেশের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিবাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা