এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাফের ফাইনালে নেপালের বিপক্ষে কবে খেলবে বাংলাদেশ

Daily Jugabheri
প্রকাশিত ২৮ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৫:০০:০৪
সাফের ফাইনালে নেপালের বিপক্ষে কবে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::
দৃশ্যপট ২০২২ সালের মতোই। আবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে কষ্টের জয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৭-১ গোলের জয় পেলেও দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে নেপালকে জিততে হয়েছে টাইব্রেকারে গিয়ে।

আগামী ৩০ অক্টোবর বিকেল পৌনে ছয়টায় সাফের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। গতবার এই প্রতিপক্ষকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা।

গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের সঙ্গে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে ভারতীয়দের ৪-২ গোলে হারায় নেপাল। স্বাগতিকদের হয়ে টাইব্রেকারে গোল করেন সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি। আর ভারতের হয়ে নেপালের জালে বল জড়ান মনীষা ও কারিশমা সিরভোইকর।

ভারত ও নেপালের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি ছিল দারুণ উত্তেজনার। ম্যাচে একটি গোল নিয়ে অচলবাস্থার কারণে খেলা বন্ধ ছিল ৬৭ মিনিট। ওই সময়ে স্বাগতিকদের জালে বল পাঠায় ভারত। দশরথ স্টেডিয়ামে তাতে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। ভারতের হয়ে গোল দেন সংগীতা বাসফোর। ভারত যখন উদযাপনে ব্যস্ত, তখনই খেলা শুরু করে দেয় নেপাল। এমনকি ভারতের জালে বলও জড়িয়ে দেন নেপালিরা। রেফারিও অবশ্য বাঁশি বাজিয়েছেন।

পরমুহূর্তেই ভারত প্রতিবাদ জানায়। রেফারি বুঝতে পারেন। নেপালও পাল্টা প্রতিবাদ করে। এ সময় গ্যালারি থেকে শুরু হয় বোতল ছোড়াছুড়ি। শেষমেষ ৬৭ মিনিট পর আবারও শুরু হয় খেলা। যার পরপরই গোল দিয়ে নেপালকে সমতায় আনেন সাবিত্রা ভান্ডারি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন