যুগভেরী ডেস্ক :::
সিলেটে ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করলেও দুই সহযোগী পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে টুকেরবাজার এলাকা থেকে ৮৫ বস্তা চিনি ভর্তি ট্রাক আটক করে জালালাবাদ থানাপুলিশ। জব্দকৃত ৪ হাজার ২৫০ কেজি চিনির বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারস্থ হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে একটি ট্রাক তল্লাশি করে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এসময় ট্রাক চালক সিলেট এয়ারপোর্ট থানাধীন ধাপনাটিলা গ্রামের আবদুস শুকুরের ছেলে আবদুল আহাদকে আটক করা হলেও তার দুই সহযোগী চোরাকারবারী পালিয়ে যায়।
আটক চালক জানায়, ভারতীয় চিনির চালানের মালিক গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা গ্রামের নজরুল মোল্লা। আটক ট্রাক চালক ও চিনির চালানের মালিক পলাতক ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা