এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট ওসমানী বিমানবন্দরে জাহেদ তালুকদারকে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৬:০৮:০১
সিলেট ওসমানী বিমানবন্দরে জাহেদ তালুকদারকে সংবর্ধনা

যুগভেরী ডেস্ক :::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদার দীর্ঘ ৯ বছর পর যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে ফিরেন। এই উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে সকাল ৯টা থেকে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে জাহেদ আহমদ তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান দিপুকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)’র সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুর রউফের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।
এসময় বক্তারা বলেন, দেশের মানুষের জন্য প্রবাসীরা সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে আসছেন। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। সাবেক ছাত্রনেতা জাহেদ তালুকদার একজন জাতীতাবাদী যুদ্ধা তিনি দেশে যেভাবে আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন ঠিক সেই ভাবে প্রবাসের সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকার রেখেছেন।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশিরা হাজারো মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির যেকোনো সংকটে সর্বস্ব দিয়ে সব সময় পাশে থেকেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বাংলাদেশে ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়ে গেল, সে অভ্যুত্থানে হাজারো মাইল দূরে থেকেও অভূতপূর্ব ভূমিকা পালন করেছেন প্রবাসীরা। ছাত্র-জনতার বুকে চালানো গুলির প্রতিবাদে তাঁরাও ফুঁসে উঠেছিলেন। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বিক্ষোভ প্রদর্শণ করে আন্দোলনের সাহস প্রদান করেছেন।
এসময় সংবর্ধীত অতিথির বক্তব্যে জাহেদ তালুকদার বলেন, দেশের ছাত্র-জনতার কাছে আমরা চিরকৃতজ্ঞ। থাদের ঐক্যবন্ধ আন্দোলনের ফলে দেশ ১৭ বছর পর স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি একজন প্রবাসী হিসেবে দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে পা রেখেছি। এই স্বাধীন রাষ্ট্রে প্রত্যেক নাগরিক ৫ আগস্টের পূর্বে পরাধীনতার শিকলে বাঁধা ছিলেন। সেই পরাধীনতার শিকল থেকে আমাদের মুক্তি দিয়েছেন এই দেশের বীর সাহসী ছাত্র-জনতা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন পান্না, ৫নং বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, মহানগর যুবদলের সহ-সভাপতি মহাব্বত আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জ্যােতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, জেহিন আহমদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, ফাহিম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা রাসেল আহমদ, আবুল কালাম, দুলাল আহমদ, সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ হোসাইন, মহানগর বিএনপির সাবেক সদস্য, আলী আমজাদ, তরুন প্রজন্ম দল কেন্দ্রীয় সহ সভাপতি শফি আহমেদ খান, রায়হান উদ্দিন রাজু, নূর মুহাম্মদ খান তাইফুর, রেজাউল হাসান মাসুম, কায়সার হোসেন খান, শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, সাবরুল ইসলাম নেপুর, মুস্তাক আহমদ বাপ্পি, পারভেজ আহমদ, সেলিম মিয়া, সিলেট এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক আহমেদ সাগর, রাসেল আহমদ, আজমল হোসেন, আফজল আহমদ, লায়েক আহমদ, জাবেদুর রহমান, সুলতান আহমদ, ফরহাদ হোসেন, রায়হান আহমেদ, সুমন মজুমদার, রেজাউল করিম, রুহেল উদ্দিন, ছোট মিয়া, খাইরুল ইসলাম দোয়েল, রবি আহমদ, আব্দুস ছামাদ, সুয়েব আহমদ সিমন, মনিজুল হোসেন, লিটন সিং, তানিম আহমদ, ফাহমিনুর রহমান রাহী, মুহাম্মদ মাহবুব, আরমান আহমদ মুন্না, সোহেল আহমদ, এমদাদুল ইসলাম মিজান,ইমন আহমদ, সাজু আহমদ কালাই, স্বজন আহমদ, আশরাফুল ইসলাম জাহিদ, জামাল আহমদ, আতিকুর রহমান পরান, গোলাম রাব্বানী রাফি, মোঃ সেলিম আহমদ, আক্কাস আলী, আশরাফুল তালুকদার, মো. হানিফ, সাব্বির আহমেদ, ফরহাদ আহমদ, রাহাত আহমদ, বেলাল আহমদ, আব্দুস সালাম, আনোয়ার, রাফসান, বখতিয়ারখান, মালেক, জুনায়েদ, আলভি, সুমন, উজ্জ্বল, মাহিন, নজরুল, সোহেল, সোহাগ, রাব্বি, সানি, জীবন প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন