এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট

Daily Jugabheri
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:১০:১৪
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট

 যুগভেরী ডেস্ক :::

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ঘোষিত ‘অসীম শান্তি’ শিরোনামে পিস পোস্টার অংকন প্রতিযোগিতার আয়োজন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকাদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট গেট টিম কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী। সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর সুফিয়া বেগম, প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক তুহিন কান্তি হালদার, শিক্ষক নাজনীন আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ক্লাব এডমিনিস্ট্রেটর- লায়ন উম্মে হাবিবা। লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ইয়াসিন উসরাত শানীন, লিও ফাতিন মানসিব, লিও তোহিদ হাসান রিহাব, লিও মেহেরুন্নেসা আলিফ, লিও নিলয় দাস, লিও তানহা প্রমূখ। প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী যথাক্রমে সানজিদা আক্তার জলি, রাজসমৃদ্ধ চক্রবর্তী, নুসাইবা মারহাম মননকে ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৫২ প্রতিযোগীকে সার্টিফিকেট ও অংকন সামগ্রী দিয়ে পুরষ্কৃত করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন