এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২১ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৭:১০:০২

গোয়াইনঘাট সংবাদদাতা ::

“সুস্থ জাতী গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাফলংয়ের অন্যতম সামাজিক সংঘঠন মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট মুরুব্বী হাতেম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।
জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা ও নারী সমাবেশে বক্তারা বলেন, শিশু গর্ভে থাকাকালীন তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়। তাই এসময় মায়ের খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে যত্ন নিতে হবে। মায়ের খাওয়া খাদ্য প্লাসেন্টা’র মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে।
তাই মা যা খাচ্ছে সেটি মা-শিশু উভয়ের জন্যই পর্যাপ্ত পুষ্টির জোগান দিচ্ছে কিনা, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মায়েদের সুষম খাবার খাওয়াতে হবে।
অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে, সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারন হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত নিরাপদ।
মুমিনপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রমজান সাদাফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবুল কালাম, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার, স্বাস্থ্য সহকারি জিল্লুর রহমান শিকদার, জাফলং বাজারের পল্লী চিকিৎসক হাসিনা বেগম, জাফলং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মফিজুল ইসলাম, সমাজ সেবিকা সুমাইয়া মাহমুদ সুমি প্রমুখ।
সভা শেষে গর্ভবতী মহিলাদের প্রসব কাজে সহায়তা করায় তিন নারীকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন